Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৪র্থ ডোজ /২য় বুস্টার ভ্যাকসিন প্রসঙ্গে
বিস্তারিত

 

আজ ২০/১২/২২ তারিখ থেকে সারাদেশ ব্যাপী কোভিড ১৯ এর ৪র্থ ডোজ প্রদান শুরু হয়েছে ।

 

৪র্থ ডোজ /২য় বুস্টার কারা পাবেন ?

১ । ৩য় ডোজ / বুস্টার ডোজ পাবার যাদের ৪ মাস অতিবাহিত হয়েছে ।

২। ৬০ বছর বা তার বেশি বয়সী জনগণ ।

৩। দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদুর্ধ বয়সী জনগোষ্ঠী ।

৪। স্বল্প রোগ  প্রতিরোধ  ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী।

৫। গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মা ।

৬। সম্মুখসারীর যোদ্ধা ।

আপনার নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে কোভিড-১৯ এর ৪র্থ ডোজ গ্রহণ করুন ।

ঠাকুরগাঁও সদর উপজেলার জনগণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় (পুরাতন হাসপাতাল) এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে এ এসে ৪র্থ ডোজ গ্রহণ করুন।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
20/12/2022
আর্কাইভ তারিখ
05/01/2023