Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Recent activities

শেখ হাসিনার অবদান

কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ"

২০ সেপ্টেম্বর ২০২৩ ইং সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে উত্তর মন্ডলাদাম কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়,উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ , ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও  সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান, ঠাকুরগাঁও  সদর উপজেলার এমওডিসি ডা. দিলিপ মালাকার,রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জনাব অনিল কুমার সেন,জমিদাতা জনাব রমেশ সরকার,বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম আলী,অত্র অফিসের কর্মচারীবৃন্দ,উক্ত এলাকার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সন্মানিত এলাকাবাসি সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকার জনগণের স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন,যিনি কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা আজ তার জন্মদিনে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এটির সেবা কার্যক্রম উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন,তিনি এলাকার জনগণকে কমিউনিটি ক্লিনিকে এসে সেবা নিতে উদ্বুদ্ধ করেন,পরিশেষে উদ্বোধন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক প্রাংগনে বৃক্ষরোপণ করা হয়।